৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ সাকিবের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩০
অ- অ+

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ৩ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর দেশে না ফিরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব আল হাসান। সারের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়েই বল হাতে দূতি ছড়িয়েছেন সাকিব। তার পাশাপাশি স্পর্শ করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক।

দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি খেলতে গিয়েছে সাকিব। সারের হয়ে মাঠে নেমেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও সমানসংখ্যক উইকেট পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আর তাতেই একটা মাইলফলক স্পর্শ করেন এই বাংলাদেশি। ১০৬তম ম্যাচে এসে প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে তিনশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।

সারে বনাম সমারসেটের ম্যাচে তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে এগিয়ে আছে সমারসেট। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ৯ উইকেটের চারটিই নিয়েছেন সাকিব। ২৫ ওভার বোলিং করে ৮৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। আউট করেছেন আর্চি ভন, জেমস রিউ, টম আবেল এবং লুইস গ্রেগরিরকে।

এর আগে এদিন ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। ২৪ বলে ১২ রান করে ফিরেছেন জ্যাক লিচের বলে ক্যাচ দিয়ে। তার দল অবশ্য ভালোই লড়াই করেছে। টম কারেনের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ এবং বেন গেডেসের ৫০ রানে প্রথম ইনিংসে ৩২১ রানে থামে সারের ইনিংস।

প্রথম ইনিংসে সমারসেটকে ৩১৭ রানে আটকে দেয় সারে। ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন সাকিব।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা