বিএনপি মহাসচিবের সঙ্গে ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতে ঔষধ শিল্পের বিরাজমান অবস্থা এবং কিছু কিছু শিল্পে অস্থিরতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির মহাসচিব ঔষধ শিল্পের নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শুনেন এবং এই শিল্পের বিকাশে পাশে থাকার আশ্বাস দেন।

বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোক্তাদিরের নেতৃত্বে বৈঠকে সাধারণ সস্পাদক এসএম শফি উজ্জাজামান, সহসভাপতি মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ হেলালুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের ঔষধ শিল্পের ওপরে আমাদের অনেক নির্ভরশীলতা। এই শিল্পকে নিয়ে আমরা গর্ব করি। অনেক উন্নয়নশীল দেশকে ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ওষুধ শিল্পের যে বিকাশ ঘটেছে তাতে আমাদের ৯৮ শতাংশ মানুষ এই শিল্পের ওষুধ পায়।’

মাত্র দুই শতাংশ আমরা আমদানি করি উল্লেখ করে খসরু আরও বলেন, ‘আমরা এই শিল্প নিয়ে গর্বিত। এই শিল্পে বিনিয়োগ আগামীতে আরও বাড়তে থাকবে, আরও কর্মসংস্থান সৃষ্টি হবে, সার্বিক অর্থনীতিতে জিডিপির প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রাখবে।’

তিনি বলেন, ‘ইদানিং কিছু কিছু ওষুধ শিল্পের মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে যেটার সমাধানও হয়ে গেছে। আমরা আশা করব, আগামী দিনে শিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। আমাদের বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে আছে এটা আমাদের বুঝতে হবে।’

‘এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে বিশেষ করে আমাদের বিকাশমান ঔষধ শিল্পকে সবার সমর্থন দিতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য যে, এই শিল্পের বিকাশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে যারা আমরা সম্পৃক্ত মালিক-শ্রমিক যত স্টেকহোল্ডার আছে সকলের একত্রিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাবো। আমরা মনে করি, আগামী দিনে ঔষধ শিল্প মালিক ও শ্রমিকদের সমন্বয়ে শক্তিশালী হবে’ বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়: কর্নেল অলি

এবার আওয়ামী লীগের তৃণমূলে গ্রেপ্তার আতঙ্ক

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

খুনী হাসিনার বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না: বিএনপি নেতা হামিদ

সোহেল রানার ইনসাফ পার্টি নিয়ে যা বলল ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’

ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: এ্যানি

এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়: যুবদল সভাপতি

বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতা খন্দকার নাসিরের মতবিনিময়

শেখ হাসিনার পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে: জামায়াত আমীর 

শেখ হাসিনার ১৭ বছরের সকল অপকর্মের বিচার করতে হবে: এসএম জিলানী

এই বিভাগের সব খবর

শিরোনাম :