ছাত্র-জনতার ওপর হামলা: শুটার লিটনসহ গ্রেপ্তার তিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ ওরফে শুটার লিটনকে (৩৫) তার ২ সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ন (র্যাব)।
লিটনের দুই সহযোগী হলেন- মো. রাশেদ (২৬), মো. রাসেল (৩৬)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ছাত্রদের ওপর আক্রমণের জন্য ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
মুনীম ফেরদৌস বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর লিটন নামে এক ব্যক্তির চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।”
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটন আকন্দকে তার ২ সহযোগীসহ গ্রেপ্তার করে র্যাব-৩। যাত্রাবাড়ীতে তার আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।
তিনি বলেন, “লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি অন্যান্য ধারায় সর্বমোট নয়টি মামলা রয়েছে। এলাকায় সে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করতো।”
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এলএম/এফএ)