বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৭ | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০১

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি মুখপাত্র মেজবাউল হকের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে হুসনে আরা শিখাকে নিয়োগ দেয়া হয়।

একেই আদেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক (এক্স-ক্যাডার-পাবলিকেশন্স) সাঈদা খানমকে বাংলাদেশের ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়।

হুসনে আরা শিখা ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভায়াবহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগে স্নাতকসহ স্নাতকোত্তর এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) করেন তিনি। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেন।

বাংলাদেশ ব্যাংকে ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন হুসনে আরা শিখা।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :