মঠবাড়িয়া বিএনপির আহ্বায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া পৌরসভার সামনের সড়কে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

মানববন্ধনে রুহুল আমিন দুলালকে দলের ত্যাগী ও পরীক্ষিত সৈনিক হিসেবে উল্লেখ করেন বক্তারা। আন্দোলন সংগ্রামে বহু হামলা-মামলার শিকার বারবার কারাবরণকারী নেতা রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা, অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বক্তব্যদেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সাবু, সাইদুর রহমান দুলাল, রিপন মাতুব্বর, ইসমাইল হোসেন হাওলাদার, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, কামরুল ইসলাম মনির প্রমুখ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/মোআ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :