বৃষ্টির কবলে চাঁদপুর, জনজীবন স্থবির

মাজহারুল ইসলাম অনিক, চাঁদপুর
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৪| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৬
অ- অ+

চাঁদপুরে গত কয়েকদিন অব্যাহত রয়েছে বৃষ্টি ও বজ্রপাত। মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতাও বেড়েছে। উত্তাল হয়ে উঠেছে পদ্মা-মেঘনা। বৈরী আবহাওয়ার কারণেই স্থবিরতা বিরাজ করছে জনজীবনে।

এ রিপোর্ট লেখার সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি হতে দেখা গেছে। জরুরি কাজ ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন হকার, রিকশাচালক ও শ্রমিকরা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও সকাল ১০টার পরে খুলেছে। অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছে লোকজন।

সদরের অটোরিকশাচালক নুরুল ইসলাম বলেন, ‘সকালে ভাড়া নিয়ে রামপুর ইউনিয়নের রাড়িরচর এসেছি। এখন বৃষ্টির কারণে কোনো দিকে যেতে পারছি না। অনেক অটোরিকশাচালক বৃষ্টির কারণে ঘর থেকেও বের হতে পারছে না।’

সদরের বাগাদি ইউনিয়নের বাসিন্দা আলম মিয়া বলেন, ‘চাঁদপুর সেচ প্রকল্প এলাকায় এর আগের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিছুদিন বৃষ্টি কম থাকায় পানি বাড়িঘর থেকে নেমে যায়। এখন আবার পূর্বের অবস্থা তৈরি হচ্ছে।’

শহরের পুরান বাজার বাণিজ্যিক এলাকার বাসিন্দা মাহমুদুল আহসান বলেন, ‘সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। দুপুর হলেও অনেকেই ঘর থেকে বের হতে পারছে না। টানা বৃষ্টিতে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সড়কও অনেকটা ফাঁকা। রিকশা ও অটোবাইকের সংখ্যা খুবই কম।’ একই এলাকার বাসিন্দা শেখ আল মামুন বলেন, ‘টানা বৃষ্টি ও বাতাসের তীব্রতায় নদীতে ঢেউ বেড়েছে। পানি বাড়েনি। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা নদীতে নামেনি। পুরো নদীই ফাঁকা।’

শহরের নিউ ট্রাক রোড এলাকার ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, ‘গত রাত থেকে টানা বৃষ্টি। সকালে দোকান খুলেছি দেরিতে। কারণ ক্রেতার সংখ্যা খুবই কম। একান্ত দরকার ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দুপুর ১২টার পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে শুরু করেছে।’

এদিকে গত এক সপ্তাহের অধিক চাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আরও করুণ অবস্থা পল্লী বিদ্যুৎ সমিতির। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ থাকে ৭-৮ ঘণ্টা।’

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে। আজকে চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলিসিয়াস।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা