কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দাদি-নাতি নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রাচিয়া মৌলভি বাড়ির আরব আলীর স্ত্রী ও নাতি। নিহতরা সম্পর্কে দাদি-নাতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালা কচুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা এশিয়া এয়ারকন নামের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাটি এইমাত্র শুনেছি। ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)