১১ মাসে কোরআনে হাফেজ লক্ষ্মীপুরের তামিম

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২
অ- অ+

লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী শিশু তামিম মাহমুদ ১১ মাসে কোরআনে হাফেজ হয়েছেন। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কোরআন মুখস্থ করে পরিবার, এলাকাবাসী ও শিক্ষকদের অবাক করে দিয়েছে শিশু তামিম।

সে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ নুরে মদিনা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র এবং লামচরি গ্রামের মো. আরিফুর রহমান-তাসলিমা বেগম দম্পতির ছেলে।

এমন কৃতিত্বে তাকে পুরস্কৃত করেন মাদরাসা কর্তৃপক্ষ। সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লামচরী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ বিন হাফিজ।

সভাপতিত্ব করেন নুরে মদিনা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা ফয়সাল আহমাদ।

জানা যায়, বাবা-মায়ের নিয়ত ছিল ছেলেকে কোরআনে হাফেজ বানাবেন। তাই ২০২৩ সালের শুরুর দিকে বাবা ও মায়ের ইচ্ছায় ছেলে তামিমকে বাড়ির পাশে নুরে মদিনা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। এরপর ১১ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে কোরআনে হাফেজ হন। ছেলের এমন সাফল্যে খুশি মা-বাবাসহ এলাকাবাসী। বাবা-মায়ের প্রত্যাশা ছেলে নামকরা হাফেজে আলেম হয়ে দেশবাসীর কল্যাণে কাজ করবে।

মাদরাসার শিক্ষকরা বলেন, মা-বাবা তার ছেলেকে ইসলামের পথে দেখতে চেয়েছিলেন। এ জন্য ছেলেকে মাদরাসায় হিফজ বিভাগে ভর্তি করান। তাদের স্বপ্ন পূরণে মনোযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে তামিম। মুসলিম হিসেবে কোরআনে হাফেজ হওয়া পরিবার ও সমাজের জন্য সর্বোচ্চ পাওয়া।

শিশু হাফেজ তামিম মাহমুদ বলেন, ‘মা-বাবা ও মাদরাসার ওস্তাদদের সহযোগিতায় আমি ১১ মাসের মধ্যে হিফজ্ সম্পন্ন করি। সবার কাছে দোয়া চাই। আমি যেন দেশবরেণ্য আলেম হতে পারি।’

নুরে মদিনা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা ফয়সাল আহমাদ বলেন, ‘২০২৩ সালে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে নয়জন কোরআনে হাফেজ হয়েছে। বর্তমানে প্রায় ৩০ জন ছাত্র হেফজ বিভাগে অধ্যয়নরত। তামিম আমাদের মেধাবী ছাত্র। সে ১১ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে। আমরা তার সাফল্য কামনা করি।’

(ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা