শরীয়তপুরে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭
অ- অ+

শরীয়তপুরে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও জাগো নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বিধান মজুমদারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও দুই ভরি সোনার গহনা এবং দুটি স্মার্ট মোবাইল ফোন খোয়া যায়।

বিধান মজুমদারের মা মঞ্জু রানী জানান, রাতে ঘরের দরজা বন্ধ রেখে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরবেলা উঠে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। পরে ঘরের মধ্যে গিয়ে দেখতে পান স্টিলের আলমারি খোলা এবং সবকিছু এলোমেলো।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

মঞ্জু রানী বলেন, ‘বাহিরে প্রচুর বৃষ্টির ছিল। রাত ২টার পরে চোরেরা ঘরে ঢোকে। তারা আলমারি ভেঙে ছেলের বিয়ের জন্য রাখা নগদ দুই লাখ টাকা ও দুই ভরি সোনার গহনা নিয়ে যায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বিধান মজুমদারের ছোট ভাই দুরন্ত মজুমদার বলেন, ‘বাবা-মায়ের ডাক শুনে উঠে দেখি আমাদের আলমারির ড্রয়ারের সবকিছু নিচে ফেলানো। আমার বিছানায় রাখা রিয়েলমি ও স্যামসাংয়ের দুটি স্মার্ট ফোন গায়েব। এ ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, ‘এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা