বেনাপোল বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার (১৬ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
তিনি জানান, ঈদে মিলাদুন্নবী ও ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোম ও মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, ছুটির কারণে বেনাপোল বন্দরে দু দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোম ও মঙ্গলবার বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম চলবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম চালু হবে।(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)