ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসের শোভাযাত্রা
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে পৌরশহরের গোয়ালচামট পিটিআই গেট থেকে শোভাযাত্রাটি বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শেষ হয়।
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ফরিদপুর জেলা শাখার আয়োজনে শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে ফরিদপুর সদরের তুলাগ্রাম দরবার শরীফের গদিনশীন পীর কুরবান আল চিশতি আল নিজামীর সভাপতিত্বে এবং ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন রনি আল চিশতি, আবুল সরকার, সামাদ আল চিশতী আল নিজামী প্রমুখ। সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অপরদিকে রবিবার দিবাগত রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি দরবার শরীফে লাখো মানুষ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জমায়েত হন। বাদ মাগরিব নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী পালন করেন উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা।
বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুরের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পবিত্র দিনটিকে আমরা পালন করার উদ্দেশ্যে হাজার হাজার আশেকান জাকেরান সমাপ্ত হই প্রতিবছর খাজা বাবার এই দরবারে। আল্লাহ রাসূলের জীবন ও তার কর্ম নিয়ে বিশদ আলোচনা করা হয় সমবেত জাগ্রানদের মাঝে। এছাড়াও ওয়াক্তের নামাজের পাশাপাশি দিনরাত নফল ইবাদত বন্দেগী করা হয়।’
(ঢাকা টাইমস/১৬সেপ্টেম্বর/এসএ)