টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন সিজন্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। ওই এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডের সহস্রাধিক শ্রমিকের জুলাই মাসের বেতন বকেয়া বলে জানা গেছে।

সেই বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করের শ্রমিকরা। এরপর সাড়ে ৯টার সময় তারা মিছিলসহ রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের দাবি করেছেন, ‘বেতন দেওয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই মহাসড়ক অবরোধ করেছে।’

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, ‘শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে। এখনো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি বন্ধ আছে।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :