টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন সিজন্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। ওই এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডের সহস্রাধিক শ্রমিকের জুলাই মাসের বেতন বকেয়া বলে জানা গেছে।

সেই বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করের শ্রমিকরা। এরপর সাড়ে ৯টার সময় তারা মিছিলসহ রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের দাবি করেছেন, ‘বেতন দেওয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই মহাসড়ক অবরোধ করেছে।’

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, ‘শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে। এখনো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি বন্ধ আছে।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলো পোস্টার, কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?
আগামী পাঁচ দিন ঝরবে বৃষ্টি, কোথা কোথাও ভারী বর্ষণ
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা