জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, তবে থাকতে হবে কারাগারেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯
অ- অ+

জামিন পেয়েছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ভারতে ‘অবৈধ অনুপ্রবেশের চেষ্টা’র অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস মানিকের জামিন মঞ্জুর করেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলী।

তবে জামিন পেলেও আপাতত কারাগারেই থাকতে হচ্ছে সাবেক বিচারপতি মানিককে। কারণ তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলী বলেন, ‘শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে সেটি মঞ্জুর করা হয়। তবে উনার বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় তাকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হবে।’

আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এই সাবেক বিচারপতি বিভিন্ন সময়ে তার মন্তব্যের জন্য বিতর্কের কেন্দ্রে ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।

অবশেষে গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতের পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পরদিন সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পাসপোর্ট আইনে ভারতে ‘অবৈধ অনুপ্রবেশের চেষ্টা’র অভিযোগে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করে। সেই মামলায় মঙ্গলবার জামিন পেলেন আলোচিত সাবেক বিচারপতি মানিক।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা