রাহুল গান্ধীকে 'সন্ত্রাসবাদী' বলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০১
রাহুল গান্ধী (ফাইল ফটো)

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ‘দেশের এক নম্বর সন্ত্রাসবাদী' বলার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন।

বুধবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় এ তথ্য।

বিট্টু ছাড়াও এ কংগ্রেস নেতার অভিযোগে বিজেপি নেতা তারবিন্দর সিং মারওয়াহ, শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় এবং উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিংয়ের নামও রয়েছে।

রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু গত ১৫ সেপ্টেম্বর গণমাধ্যমে সাক্ষাৎকারে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ‘দেশের এক নম্বর সন্ত্রাসবাদী' বলে অভিহিত করেন। তিনি ইচ্ছাকৃতভাবে হিংসা এবং শান্তি ভঙ্গের উদ্দেশ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে জনসাধারণের ঘৃণা ও ক্ষোভকে উস্কে দিতে বিবৃতি দিয়েছিলেন।

কংগ্রেস নেতা অজয় মাকেন আরও অভিযোগ করেন যে, বিজেপি নেতা তারবিন্দর সিং মারওয়াহ ১১ সেপ্টেম্বর একটি দলীয় অনুষ্ঠানে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বলেছিলেন যে ‘রাহুল গান্ধী সময় থাকলে সামলে নেন নিজেকে, না হলে ভবিষ্যতে আপনারও সেই হাল হবে যা আপনার দাদীর হয়েছিল।”

দায়েরকৃত অভিযোগে আরও বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় ঘোষণা করেছিলেন, রাহুল গান্ধীর জিভ কেটে ফেলতে পারলে তাকে ১১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।”

উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিংও রাহুল গান্ধীকে ‘দেশের এক নম্বর সন্ত্রাসবাদী' বলে অভিহিত করেছেন।

এই বিবৃতিগুলোর আলোকে মাকেন যত তাড়াতাড়ি সম্ভব বিএনএএস-এর ৩৫১, ৩৫২, ৩৫৩ এবং ৬১ ধারায় এফআইআর নথিভুক্ত করার অনুরোধ করেছেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/টিটি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

৯ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন, নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন

ইসরায়েলে হামাস ও ইরানের হামলা ‘বৈধ’: আয়াতুল্লাহ খামেনি

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৮

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, ব্যাপক বিস্ফোরণ

হামলা হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিম জংয়ের

গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েল! প্রকাশ হলো তিন মাস পর

লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬

জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল

এই বিভাগের সব খবর

শিরোনাম :