জাতীয়তাবাদী প্রচার দলে ১৪ জনকে অন্তর্ভুক্ত
জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটিতে ১৪ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করেছেন সংগঠনটির সভাপতি মাহফুজ কবির মুক্তা এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এই অন্তর্ভুক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অনুমোদন দিয়েছেন।
যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে- রাজিব কুমার ঘোষ সহ সভাপতি, ওয়াকিদুজ্জমান ডাবলু সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, রাকিব হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক, ব্যারিস্টার মেহেদী হাসান -আইন বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রানা- আন্তর্জাতিক সম্পাদক ( দক্ষিণ এশিয়া), মো. কবির হাসান মৃধা আন্তর্জাতিক সম্পাদক (যুক্তরাষ্ট্র), মোহাম্মাদ হারুন রশিদ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মো. সাইফুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কামাল উদ্দিন আহমদ সহ অর্থ বিষয়ক সম্পাদক, আলমগীর হুসাইন সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), নাসের হেজাজীসহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, সেলিনা রহমান, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা, খায়রুল ইসলাম শান্ত সদস্য কেন্দ্রীয় কমিটি, বুলবুল সারওয়ার সদস্য কেন্দ্রীয় কমিটি।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি/কেএম)