ঘাটাইলে বন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৬
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বুধবার রাত ৯টায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের লক্ষ্মণের বাঁধ এলাকার গজারি বন থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া লাশটির পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় লাশ নিয়ে শিয়াল টানাটানি করতে দেখেন একব্যক্তি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত নয়টার দিকে সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের গজারি বনের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শিয়াল লাশটির একটি পা সহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। তবে তার কোনো পরিচয় পাওয়া যায় নি। আনুমানিক বয়স ৫০ বছর হবে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা