ভারত শিবিরে শুরুতেই হাসান মাহমুদের আঘাত
অধিনায়ক শান্তর কথাই যেনো সত্যি হচ্ছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিং নেন শান্ত। এর কারণে হিসেবে তিনি জানান উইকেটের শুরুর আর্দ্রতা কাজে লাগাতে চান তিনি। উইকেট দেখে মনে হচ্ছে প্রথম সেশনে পেসাররা সুবিধা পাবে। হলোও তাই দিনের শুরুতেই পেসার হাসান মাহমুদ আঘাত হানলেন ভারত শিবিরে। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে ভারত। স্বাগতিকদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়াল। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে এই জুটিকে বেশিদূর আগাত দেননি পেসার হাসান মাহমুদ।
হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হিটম্যান রোহিত শর্মা। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৬ রান। তার বিদায়ে ১৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত। গত ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখেই ভারতের বিপক্ষে নামছে টাইগাররা। একাদশে আছে ৩ বিশেষজ্ঞ পেসার। এদিকে ভারতও ৩ বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামছে। পাশাপাশি একাদশে আছে ২ স্পিনার।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এনবিডব্লিউ)