নারায়ণগঞ্জে সাংবাদিকের উপর দুর্বৃত্তের হামলা 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৯
অ- অ+

নারায়ণগঞ্জে সাংবাদিক বিল্লাল হোসাইনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত৷

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের নবাব সলিমউল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় হামলার শিকার হন ওই সাংবাদিক৷

ঘটনার সময় বিল্লালের সঙ্গে গাজী টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেনও ছিলেন।

আরিফ বলেন, ‘আমরা দুজন মিশনপাড়া এলাকার একটি চায়ের দোকানে চা খেতে বসি ৷ কিছুক্ষণ পর অন্তত ৭-৮ জন মধ্যবয়সী লোক কাঠ হাতে এসে আমাদের ঘিরে ধরে৷ তাদের মধ্যে একজন ‘তুই সাংবাদিক না?’ বলেই বিল্লালকে পেটানো শুরু করে৷ আমি বারবার হামলাকারীদের থামানোর চেষ্টা করি কিন্তু তারা কোনো কথাই শোনেনি৷ হাতে থাকা কাঠের টুকরো দিয়ে বেধড়ক পেটাতে থাকে৷’

এক পর্যায়ে সাংবাদিক বিল্লাল মারধর থেকে বাঁচতে দৌড়ে নিজেকে রক্ষা করেন৷ পরে আহত অবস্থায় তাকে স্থানীয়দের সহযোগিতায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে ৷

বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় কথা হলে বিল্লাল হোসাইন বলেন, ‘ওইখানে প্রায় সময় চা খাই৷ আজও চা খেতে বসছিলাম৷ হঠাৎ করে কয়েকজন এসে আমার উপর হামলা করেছে।’

প্রত্যক্ষদর্শী চা দোকানি ওসমান গনি বলেন, ‘তারা (সাংবাদিক) দুজন আমার দোকানের সামনে বেঞ্চিতে বসেন৷ এরপরই মারধর শুরু হয়৷ আমি কিছু বুঝেই উঠতে পারিনি যে কী হচ্ছে৷’

খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যান সদর মডেল থানা পুলিশের একটি দল৷ ঘটনাস্থলে থাকা সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় রুবেল (৩৫) নামে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷ লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এদিকে আহত সাংবাদিকের খোঁজ নিতে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে গিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান৷ তিনি সাংবাদিকের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা