কুষ্টিয়ায় বিদ্যুতায়িত হয়ে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৯
অ- অ+

কুষ্টিয়া অশোক প্রামাণিক (৫০) নামে সুগার মিলের এক নিরাপত্তা প্রহরী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের লেবার অফিসের টিনের চালে তার মরদেহ পাওয়া যায়।

নিহত অশোক প্রামাণিক কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার মৃত ব্রজেন প্রামাণিকের ছেলে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কা খেয়ে ওই প্রহরী টিনের চালে পড়ে গিয়েছিলেন। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, সকালে ‘অফিসার্স কলোনি এলাকায় আশোক প্রামাণিকের ডিউটি ছিল। সকাল ৮টার দিকে জানতে পারি পাশের লেবার অফিসের টিনের চালের ওপর বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে সে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখান থেকে অশোকের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘চালের ওপর দিয়েই বিদ্যুতের লাইন গেছে। মাঝে মধ্যে নিরাপত্তা প্রহরীরা মিলের ভেতরে ও বাইরের গাছ থেকে জ্বালানি সংগ্রহ করতেন। ধারণা করছি, জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ওপরে উঠে তারে বিদ্যুতায়িত হয়েছেন তিনি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এক যুগ ধরে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে আছেন অশোক প্রামাণিক।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের মাসতুতো ভাই ধনেশ কুমার বিশ্বাস।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা