কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭
অ- অ+

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আরিফুল ইসলাম (২২) না‌মের এক যুবকের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২০‌ সে‌প্টেম্বর) বিকালে উপ‌জেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব‌্যাপা‌রিপাড়া গ্রামে এ ঘটনা ঘ‌টে।

আরিফুল ওই গ্রা‌মের তোফাজ্জল হো‌সেনের ছে‌লে।

নিহতের প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বি‌কা‌লে আরিফুল তাদের নিজস্ব রাইচমি‌লে বিদ্যুতের কাজ কর‌ছিল।

এ সময় অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সি‌দ্দিক ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এ ঘটনায় এক‌টি ইউডি মামলা হ‌য়ে‌ছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুম‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা