হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৬
অ- অ+

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে স্ব স্ব কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এসব কমিটি বিলুপ্তির বিষয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্তির বিষয়টি জেলা বিএনপি অবগত।

স্থানীয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন কমিটি বিলুপ্তির বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্ত। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।

এদিকে ২০ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি দুটি বিলুপ্তি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরবর্তীতে দুটি কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অপরদিকে হাজীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল ও তাদের অধীন সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

একই সঙ্গে হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লে করে বলা হয়, কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে বিলুপ্তি করা হয়েছে। শিগগিরই এসব কমিটি করা হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তে এসব কমিটি বিলুপ্তি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা