পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে: সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৪| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৮
অ- অ+

পার্বত্য অঞ্চল ঘিরে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসব ষড়যন্ত্র রুখতে না পারলে বর্তমান সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব।

ফয়জুল করীম আরও উল্লেখ করেন, গোটা বাংলাদেশে যে আইন চলে পার্বত্য অঞ্চলেও একই আইন চলবে। আইনের শাসনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা শাখা আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে ফয়জুল করীম এসময় বলেন, ‘ওলামা-মাশায়েখের প্রত্যাশা একটি সত্য সুন্দর দেশ গড়ার পক্ষে। সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের পাশাপাশি প্রত্যেকটা আন্দোলনেই আলেম-ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এজন্য বিগত দিনে আলেম সমাজকে চরম মূল্য দিতে হয়েছে।’

ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের এই কেন্দ্রীয় উপদেষ্টা আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার আলেমদের কণ্ঠরোধ করতে ব্যাপক শোষণ-নিপীড়ন চালিয়েছে। তারপরও আলেম সমাজ সর্বদা ন্যায় ও দেশের পক্ষে কথা বলেছে। তাই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আলেম সমাজের ওপর আর যেন দমন-পীড়ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন তথা ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।’

শায়খুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মুশতাক ফয়েজী, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী প্রমুখ।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা