সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১১| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৮
অ- অ+

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে হাজির হয়ে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।

পরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের দীর্ঘ ১০ মিনিট যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক নির্জন মিত্র মান্নানের জামিন নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সাবেক মন্ত্রীর পক্ষের আইনজীবীরা তার জামিন চাইলে আমরা তার বিরোধিতা করেছি।’

তিনি আরও বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জের শতাধিকেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে অথচ পুলিশ সাবেক এই মন্ত্রী কোন উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর এমন হামলা চালিয়েছে তার কারণ জানতে রিমান্ড আবেদন করেনি বিষয়টি সত্যি দুঃখজনক।’

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মূলত এই মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযানে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
আজ যে অঞ্চলে ঝড় হতে পারে
ভারত-পাকিস্তান যুদ্ধ: অস্ত্রবিরতি শুরু হতে না হতেই লংঘনের অভিযোগ দুদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা