প্রকাশ্যে শিবিরের ঢাবি সেক্রেটারি, ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে যা বললেন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯
অ- অ+

সভাপতির পর গতকাল রবিবার প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও কবি জসিমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী।

প্রকাশ্যে আসার পরপরই তার বিরুদ্ধে পূর্বে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছাত্রলীগের প্যাডের একটি ছবিতে দেখা যায়, এস এম ফরহাদ সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঙ্গে বেশ কয়েকটি ছবিও রবিবার থেকেই ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ। তিনি বলছেন, ‘ছাত্রলীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এস এম ফরহাদ দাবি করেন, সমাজকল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার (এস এম ফরহাদ) কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘ছাত্রলীগের কোনো পদ-পদবির জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দেইনি। ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। এই বিষয়টিকে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি।’

ফরহাদ আরও বলেন, ‘আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করাকালীন ডিবেটের বিভিন্ন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যার সবগুলোই ছিলো ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন।’

‘এগুলো কোনো রাজনৈতিক আয়োজনের ছবি নয়’, দাবি ঢাবি শাখা শিবির সেক্রেটারির।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসকে/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান কেমন রাজধানীর?
দেশের সাত অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ‘অনাহারজনিত মৃত্যু’ দাঁড়াল ২৯ জনে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা