বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক

খুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২
অ- অ+

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তারা হলেন— অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. অনুপম কুমার বৈরাগী।

এই তিনজনের মধ্যে অধ্যাপক ড. নজরুল ইসলাম ও অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন টানা দুবার এই তালিকায় স্থান পেয়েছেন।

অধ্যাপক ড. নজরুল ইসলাম ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে কর্মরত আছেন এবং ইতোমধ্যে ৯১টি পিয়ার-রিভিউ করা নিবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণা জলবায়ু পরিবর্তন, সুন্দরবন এবং উদ্যোক্তা উন্নয়নের মতো বিষয়ে কেন্দ্রীভূত। তিনি ২৫টি প্রজেক্ট সম্পন্ন করেছেন এবং ১৭টি বইয়ের অধ্যায় লিখেছেন।

অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন ফার্মেসি ডিসিপ্লিনে কর্মরত রয়েছেন এবং তিনি ৯০টির বেশি জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছেন। ঔষধি উদ্ভিদের থেরাপিউটিক সম্ভাবনার মূল্যায়নে তিনি বিশেষ অবদান রেখেছেন এবং ১৭ বছরেরও বেশি গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন। অধ্যাপক ড. অনুপম কুমার বৈরাগী বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কর্মরত আছেন। তার গবেষণা ফাইভ জি, হেলথ ইনফরমেটিক্স এবং আইআইওটির মতো বিষয়গুলোতে কেন্দ্রীভূত। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ভাইস চ্যান্সেলর পুরস্কার লাভ করেন। এই তিনজন শিক্ষক তাদের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী কাজের জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ের তালিকায় স্থান পেয়েছেন, যা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অসাধারণ সম্মান।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা