বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তারা হলেন— অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. অনুপম কুমার বৈরাগী।
এই তিনজনের মধ্যে অধ্যাপক ড. নজরুল ইসলাম ও অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন টানা দুবার এই তালিকায় স্থান পেয়েছেন।
অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন ফার্মেসি ডিসিপ্লিনে কর্মরত রয়েছেন এবং তিনি ৯০টির বেশি জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছেন। ঔষধি উদ্ভিদের থেরাপিউটিক সম্ভাবনার মূল্যায়নে তিনি বিশেষ অবদান রেখেছেন এবং ১৭ বছরেরও বেশি গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন। অধ্যাপক ড. অনুপম কুমার বৈরাগী বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কর্মরত আছেন। তার গবেষণা ফাইভ জি, হেলথ ইনফরমেটিক্স এবং আইআইওটির মতো বিষয়গুলোতে কেন্দ্রীভূত। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ভাইস চ্যান্সেলর পুরস্কার লাভ করেন। এই তিনজন শিক্ষক তাদের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী কাজের জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ের তালিকায় স্থান পেয়েছেন, যা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অসাধারণ সম্মান।
(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন