যশোরে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৯
অ- অ+

যশোরের শার্শা উপজেলায় ঘরের আড়ার থেকে সজীব হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বাগআঁচড়া রাড়িপুকুর গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারভীনা বেগম বলেন, ‘সজীব দীর্ঘদিন ধরে বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। শনিবার রাতে আমরা কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠতে দেরি করায় সজীবের নানি ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন সজীবের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাড়িপুকুর গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএফআইসি ব্যাংকে ২৩৯ কর্মকর্তার পদোন্নতি প্রদান 
কুষ্টিয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা