‘সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব না’

সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের আয়না স্বরূপ। তারা সমাজের অন্যায়, অপরাধ, অসংগতি জাতির সামনে তুলে ধরেন। এছাড়া সাংবাদিক এবং পুলিশ হচ্ছেন একে অপরের পরিপূরক। সাংবাদিকদের ছোট্ট একটি তথ্যের মাধ্যমে অনেক সময় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাই সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব না।
সোমবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামের যোগদান উপলক্ষে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে এই শুভেচ্ছা মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রথমে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের মতামত জানতে চান।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, আবুল হোসেন সরদার (আরটিভি), খলিলুর রহমান (মানবজমিন), গোলাম রাব্বানী (নয়া দিগন্ত), মিরাজ সিকদার (কালবেলা), আবুল বাশার (একুশে টেলিভিশন), রায়হান কবির সোহেল (যুগান্তর), আশিকুর রহমান হৃদয় (ঢাকা টাইমস) প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন