এসআইবিএল সিকিউরিটিজের ৫৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ৫৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং এসআইবিএল সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মোরশেদ আলম খন্দকার।
সভায় এসআইবিএল সিকিউরিটিজের অন্যান্য পরিচালকবৃন্দ যথাক্রমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, ব্যাংকের এসইভিপি এবং হেড অব এমডিএস ও হেড অব ইনভেস্টমেন্ট উইং মো. নাজমুস সাদাত, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শোয়েব এবং এসআইবিএল সিকিউরিটিজের সিইও ওয়ালিদ মাহমুদ ছোবহানী ও সিকিউরিটিজের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/০১অক্টোবর/এসএ)

মন্তব্য করুন