পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ১২:২৫| আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩৭

নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, “রাজধানীর ধানমন্ডি থেকে পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আবদুল গাফফারকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএম/এফএ)

মন্তব্য করুন