ঋণে করা সবজিবাগান ধ্বংস, কৃষকের স্বপ্ন ধূলিসাৎ!

‘আমার আয়ের একমাত্র উৎস বন্ধ করে দিয়ে পথে বসিয়েছে। এখন পরিবার-পরিজনের মুখে এক বেলা খাবারই বা তুলে দেব কীভাবে! ঋণের টাকায় সবজি খেতের পরিচর্যা করে পরিবারের ভরণ-পোষণের স্বপ্ন দেখছিলাম। সে স্বপ্ন এখন ধূলিসাৎ।’
এই হাহাকার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়ার কৃষক জাহাঙ্গীর হোসেনের। রাতের আঁধারে তার সবজি খেত ধ্বংস করেছে দুর্বৃত্তরা।
ঋণ নিয়ে ৫০ শতাংশ জমিতে লাউ, চিচিঙ্গা, শসা, পুঁইশাকসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ করেছিলেন জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেনের বড় ভাই আ. জলিল বলেন, ‘রাতে আমরা খেত পাহারা দিয়ে বাড়ি চলে যাই। সকালে এসে দেখি খেতে ঝুলন্ত লাউগুলো মাঝ থেকে কাটা। তখনো বুঝতে পারিনি শুধু লাউ নয়, গাছও গোড়া থেকে কেটে ফেলেছে কে বা কারা। রোদ উঠলে আস্তে আস্তে গাছগুলো নেতিয়ে পড়তে থাকে। পরে গাছের গোড়ায় গিয়ে দেখি গাছগুলো কাটা।’
জাহাঙ্গীর হোসেন সবজি উৎপাদন করে সংসারের ব্যয় নির্বাহ করেন জানিয়ে স্থানীয় বাসিন্দা মো. আল-আমিন বলেন, ‘সকালে তার চিৎকারে আমরা খেতে গিয়ে দেখি তার সবজি খেতের সব গাছ কাটা। কারও ব্যক্তিগত শত্রু থাকতে পারে, কিন্তু সবজি খেত ধ্বংস করে রুটি-রোজগারের পথ বন্ধ করে দেবে এ কেমন কথা?’
স্থানীয় ইউপি সদস্য শওকত আকন জানান, তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দিয়েছেন। কলাপাড়া উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে বলেছেন তিনি।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন বলেন, কৃষি অফিসে যোগাযোগ করলে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারিভাবে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।
(ঢাকাটাইমস/৫অক্টোবর/মোআ)

মন্তব্য করুন