ভারত মিথ্যা তথ্য দিয়ে মৌচাকে ঢিল ছুড়ছে: অপর্না রায়

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মিথ্যা তথ্য দিয়ে ভারত মৌচাকে ঢিল মারছে বলে মন্তব্য করেছেন রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অপর্না রায় দাস।
রবিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অপর্না বলেন, ‘আপনারা কি দেখেননি আমরা ১৫ বছর কেমন নিরাপত্তায় ছিলাম! তবুও তো আমরা পূজা ঠিকমতো করতে পারিনি। সরকার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়। তারা এখন শাহবাগে কিছু না কিছু প্রোগ্রাম করছে। আপনারা জানেন যে, কলাবাগান মাঠ যেখানে পূজা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি; বিগত সময়ে যারা ছিলেন সেই অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারী পূজা মণ্ডপ ভেঙ্গেছিল সেখানেও পূজা হচ্ছে। এজন্য বলবো ভারত থেকে যা দিচ্ছে সেটা মৌচাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা পালানোর পথ পাবে না।’
অর্পনা রায় বলেন, ‘গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের আগে আপনারা দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেছেন। ভারত থেকে উস্কানিটা দিচ্ছে এই কারণে যে, এরা মানুষের কাছে প্রমাণ করতে চায় যে এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা।’
এসময় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অর্পনা রায় বলেন, ‘আমরা যদি আপনাদের সহায়তা না পেতাম তবে এই মুহূর্তে পূজা আমাদের পক্ষে সম্ভব হতো না।’
এসময় আরও উপস্থিত ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হাসান, রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ ভদ্র প্রমুখ।
এসময় পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলগুলোতে পূজা উদযাপনে বাধা, হুমকি ইত্যাদি সংবাদ প্রচারিত হচ্ছে— মর্মে খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই বলছে, সেটা আপনারা জানেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সত্য ঘটনা মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আমরা সত্যি ঘটনা সবাইকে জানাতে চাই।’
হিন্দুদের নিয়ে বছরের পর বছর যে নীলনকশা ও ষড়যন্ত্র হচ্ছে সেগুলো বন্ধ হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আপনারাই আমাদের সাহায্য করতে পারেন। আপনারা বিষয়টি জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সব সময় সত্যটা প্রকাশ করুন। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে, সেটা আমরা ঠিক বা পূরণ করে নেব। কোথাও যদি আমাদের ভুল থাকে আমরা সেটা সংশোধন করে নেব। তিনি বলেন, ‘আমরা যদি ভালো কাজ করি, সেটাও আপনারা ফলাও করে প্রকাশ বা প্রচার করবেন।’
বিগত ১৫ বছরে রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলা ও সহিংস ঘটনার বিচার হয়নি সেসব ঘটনার পুনঃতদন্ত ও বিচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।’
সংশ্লিষ্ট খবর>> পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এলএম/এসআইএস)

মন্তব্য করুন