কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন শুরু: আইজিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশ বাহিনীর যেসব সদস্য এখনো কর্মস্থলে ফেরেননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
তিনি বলেন, ‘অনুপস্থিত সদস্যদের নোটিশ করা হয়েছে। তারা যদি না আসে আমাদের অবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার সুযোগ নেই।‘
সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের বিষয়ে নানা প্রশ্ন সব জায়গায় আমরা ফেস করি। যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, সেসব সদস্যদের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি, এমন ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি, সেটা হয়তো মামলার কারণে কিংবা অন্য কারণে।’
আইজিপি বলেন, ‘সোয়া দুই লাখ পুলিশ বাহিনীর মধ্যে ১৮৭ জন অনুপস্থিত। এই সংখ্যাটি খুবই কম। এটি যেকোনো সময় গড় হাজির হতে পারে।’
সারা দেশে পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে পুলিশ কতটা সক্ষম- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ৪৪ জন সদস্য শহীদ হয়েছেন। বাহিনীর ভেতরে নিচের দিকের সদস্যদের একটা বক্তব্য ছিল। যার প্রেক্ষিতে রাজারবাগেও এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।’
পুলিশপ্রধান বলেন, ‘সেই জায়গা থেকে হারানো মনোবল ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে পুলিশের সকল সদস্য কাজ করছে৷ পুরনো কয়েকজন ছিল যাদের পূর্বের মনোভাব বজায় ছিল। এ কারণে তাদেরকে সরিয়ে নতুন জনবল নিয়োগ দিয়েছি৷’
(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএম/এজে)

মন্তব্য করুন