ফরিদপুরে মাথায় গাছের ডাল পড়ে প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুরের নগরকান্দায় বাজারে যাওয়ার পথে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে মো. আবু মাতুব্বর (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার দুপুরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহত আবু মাতুব্বর নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে।
নিহতের ছেলে সৌরভ মাতুব্বর জানান, ‘সোমবার সকালে মধ্যজগদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অটোভ্যানে নগরকান্দা বাজারে যাচ্ছিলেন তার বাবা। পথে উপজেলা সংলগ্ন নার্সারির সামনে তাকে বহনকারী ভ্যানটি পৌছালে হঠাৎ করে সড়কের পাশে থাকা গাছের একটি শুকনো ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তির পরপরই আবু মাতুব্বর মারা যান।’
(ঢাকা টাইমস/০৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন