একদিন বাড়ছে দুর্গাপূজার ছুটি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিজয়া দশমীর আগে সর্বশেষ কর্মদিবস বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হচ্ছে।
মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “দুর্গাপূজার ছুটি এ বছর একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ১৩ অক্টোবর (রবিবার) বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছুটি ঘোষণা হলে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চার দিন ছুটি থাকবে।
(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এফএ)

মন্তব্য করুন