জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে জাতীয় পার্টির স্মারকলিপি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৫| আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৩:২৪
অ- অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) সাদিয়া জেরিনের হাতে এ স্মারকলিপি তুলে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান, সহসভাপতি বদরুল আলম নান্নু মুন্সি, ভেদরগঞ্জ পৌরসভার সভাপতি শাহিন শেখ, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক বাবু শিকদার, ভোজেশ্বর ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ছৈয়াল, জাতীয় পার্টি নেতা আব্বাস চৌকিদার, আনোয়ার হোসেন খোকন প্রমুখ। এর আগে জাতীয় পার্টির নেতৃবৃন্দ মানববন্ধন করেন।

স্মারকলিপি প্রদান শেষে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ‘আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের সহধর্মিণী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি করছি।’

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা