চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে নাছিম আখতারকে অব্যাহতি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ০০:৫০| আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০০:৫৩
অ- অ+

উপাচার্য ও রেজিষ্টারের পদত্যাগের দাবিতে গত ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচির পর শিক্ষাকার্যক্রম বন্ধ হয়ে যায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। অবশেষে উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার নিমিত্তে তাকে অব্যাহতি প্রদানপূর্বক মূলপদে যোগদানের জন্য অনুমতি প্রদান করেন।

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাদের ওয়েব সাইটে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ এর অনুলিপি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়।

গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচি পালনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার স্থানীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে নিয়ে বাধা প্রদান করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের হুমকি ধমকি দেন।

আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর অস্থায়ী ক্যাম্পাস থেকে চলে যান। পরে ঢাকায় বসে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা