তাসকিনের পর ভারত শিবিরে তানজিম সাকিবের আঘাত

ভারতের বিপক্ষে সিরিজ বাঁহচাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নেমেছে বাংলাদেশ। এদিন টস জিতে ফিল্ডিং করতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। খেলার শুরুতেই ভারত শিবিরে জোড়া আঘাত হেনেছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাদের জোড়া আঘাতে ২৫ রানেই ২ উইকেট হারিয়েছে ভারত।
ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশর বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন এই দুই ওপেনার। প্রথম ওভারেই তুলে নেন ১৫ রান। তবে এর পরের ওভারেই এই জুটিকে থামান পেসার তাসকিন আহমেদ।
তাসকিনের বলে মিড অফে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেন সঞ্জু স্যামসন। আউট হওয়ার আগে করেন ৭ বলে ১০ রান। তার বিদায়ে ১৭ রানে প্রথম উইকেট হারায় ভারত।
তাসকিনের পরে ভারত শিবিরে আঘাত হানেন শরিফুলের বদলে একাদশে জায়গা পাওয়া তানজিম সাকিব। সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার অভিষেক শর্মা। এই দুই ওপেনারে দ্রুত বিদায়ে ২৫ রানেই দুই উইকেট হারালো ভারত।
গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আর্শদীপ সিং।
(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন