সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং
এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ম্যান বুকার পুরস্কার জয়ী দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত লেখিকা হান ক্যাং।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে।
সংস্থাটি জানিয়েছে, হান ক্যাংকে তার ‘গভীর কাব্যিক গদ্যের’ জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার এসব সাহিত্যকর্মে পূর্বের যুগে সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার-নির্যাতন এবং মানবজাতির ভঙ্গুরতার বিষয়টি ওঠে এসেছে।
হান ক্যাং ২০১৬ সালে কল্পকাহিনী উপন্যাস দ্য ভেজিটেরিয়ান এর জন্য ম্যান বুকার পুরস্কার জিতেছিলেন। উপন্যাসে উঠে আসে একজন মহিলার মানসিক অসুস্থতা এবং তার পরিবার থেকে অবহেলার বিষয়।
১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াঞ্জুতে জন্মগ্রহণ করেন হান ক্যাং। শিশু বয়সেই পরিবারের সঙ্গে রাজধানী সিউলে চলে আসেন তিনি। গান ও সংস্কৃতির প্রতিও নিজেকে মেলে ধরেছিলেন হান ক্যাং। যা তার সাহিত্যকর্মে ফুটে উঠেছে।
তার পরিবারও সাহিত্যের সঙ্গে জড়িত ছিল। তার বাবা হান সিউং-ওন একজন প্রখ্যাত ঔপন্যাসিক।
প্রসঙ্গত, গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের নাট্যকার ইয়োন ফসে।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/ইএস)