সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ১৭:১৫| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৭:৩৫
অ- অ+

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ম্যান বুকার পুরস্কার জয়ী দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত লেখিকা হান ক্যাং।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে।

সংস্থাটি জানিয়েছে, হান ক্যাংকে তার ‘গভীর কাব্যিক গদ্যের’ জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার এসব সাহিত্যকর্মে পূর্বের যুগে সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার-নির্যাতন এবং মানবজাতির ভঙ্গুরতার বিষয়টি ওঠে এসেছে।

হান ক্যাং ২০১৬ সালে কল্পকাহিনী উপন্যাস দ্য ভেজিটেরিয়ান এর জন্য ম্যান বুকার পুরস্কার জিতেছিলেন। উপন্যাসে উঠে আসে একজন মহিলার মানসিক অসুস্থতা এবং তার পরিবার থেকে অবহেলার বিষয়।

১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াঞ্জুতে জন্মগ্রহণ করেন হান ক্যাং। শিশু বয়সেই পরিবারের সঙ্গে রাজধানী সিউলে চলে আসেন তিনি। গান ও সংস্কৃতির প্রতিও নিজেকে মেলে ধরেছিলেন হান ক্যাং। যা তার সাহিত্যকর্মে ফুটে উঠেছে।

তার পরিবারও সাহিত্যের সঙ্গে জড়িত ছিল। তার বাবা হান সিউং-ওন একজন প্রখ্যাত ঔপন্যাসিক।

প্রসঙ্গত, গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের নাট্যকার ইয়োন ফসে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা