ছাত্র আন্দোলনে আহত নীরবের খোঁজ নিলেন বিএনপিনেতা আব্দুস সালাম

ছাত্র আন্দোলনে আহত রাজধানীর শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র ইবরাহীম নীরবের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাদের লালবাগের বাসায় যান মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
নীরব মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের সন্তান। ঐতিহাসিক ছাত্রজনতার গণআন্দোলনে ঢাকার আজিমপুরে ছাত্রলীগ ও যুবলীগের নির্মম নির্যাতনের শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।
কেন্দ্রীয়নেতা আব্দুস সালামের সঙ্গে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সদস্যসচিব হাবীবুর রহমান অপু চাকলাদার, কনকসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ্ কামাল ঢালী, হলদীয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম তুহীন ও লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি।
এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর রামপুরায় মৌলভীটেক এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল নিহত সাগরের বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে।
এসময় সেলের সদস্যরা তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন। আগামীতেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/জেবি/এসআইএস)

মন্তব্য করুন