সরকারের অংশ না-কি দুদকের গুরুদায়িত্বে? সোলায়মান চৌধুরীকে নিয়ে নানা আলোচনা

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ২০:৪৪| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২১:০৫
অ- অ+

এ এফ এম সোলায়মান চৌধুরী আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়কের পদ ছাড়ার পর সাবেক এ সচিব গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন বলে নানা খবরই ভাসছে। সাবেক এনবিআর চেয়ারম্যান ও সংস্থাপন সচিব সোলায়মান চৌধুরী দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এমন একটি সূত্র ঢাকা টাইমস এমন আভাসই দিচ্ছেন।

জানা গেল, সাবেক সচিব সোলায়মান চৌধুরীর প্রশাসনিক দক্ষতা, ন্যায়-নিষ্ঠা ও সততাকে কাজে লাগানোর একটি জোর আলোচনা আছে। দুদক চেয়ারম্যানের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পদে সোলায়মান চৌধুরীর মতো মেধাবী, সাহসী ও সৎ কর্মকর্তার প্রয়োজন। এমন আলোচনাই নাকি সরকারের ভেতরে আছে।

তবে আরেকটি সূত্র ঢাকা টাইমসকে জানাচ্ছে, সাবেক ডাকসাইটে আমলা সোলায়মান চৌধুরীকে সরকারের উপদেষ্টাও করা হতে পারে। বিশেষত ডিসি নিয়োগসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেশ কিছু নিয়োগে চরম বিতর্ক তৈরি হওয়ায় এই মন্ত্রণালয়য়ে শক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।

সোলায়মান চৌধুরীই কেন দুদকের চেয়ারম্যান বা অন্য কোনো গুরু দায়িত্বের আলোচনায়? এ নিয়ে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে। কিন্তু সংক্ষেপে উত্তরটি হলো- নিকট অতীতে তার মতো সাহসী ও সৎ কর্মকর্তা কমই দেখা গেছে।

২০০১ সালে ফেনীর ডিসি থাকাকালে গডফাদার জয়নাল হাজারীকে উচ্ছেদ বা দমনে তার বলিষ্ঠ নেতৃত্ব মোটেও ভুলে যাওয়ার নয়। পরবর্তীকালে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজিএমসির চেয়ারম‍্যান, বিপিসির চেয়ারম্যান এবং পাট ও বস্ত্র সচিব, জনপ্রশাসন সচিব, এনবিআর চেয়ারম্যান হিসেবে তার দৃঢ়চেতা সিদ্ধান্ত সবারই নজর কাড়ে।

আদৌ সোলায়মান চৌধুরীকে দুদক চেয়ারম্যান কিংবা সরকারের উপদেষ্টা করা হবে কি-না সেটি এখনো পরিষ্কার নয়। কিন্তু যদি তিনি দায়িত্ব পান তাহলে সেটি হবে একটি যথাযথ সিদ্ধান্ত- এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট অনেকে।

তিন মন্ত্রণালয়ের সচিবসহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করে আসা সোলায়মান চৌধুরী ব্যক্তিজীবনে সৎ কর্মকর্তা হিসেবেই পরিচিত ছিলেন। তিনি এখনো থাকেন ভাড়া বাসায়। তার নিজের কোনো ফ্ল্যাট নেই।

সংশ্লিষ্টরা বলছেন, একজন পিয়নও যখন ক্ষেত্রবিশেষে ৪০০ কোটি টাকার মালিক হয়ে যায়, তখন সোলায়মান চৌধুরীর মতো একজন সাবেক সচিব থাকেন ভাড়া বাসায়। ঘুণে ধরা এই রাষ্ট্র মেরামত করতে সোলায়মান চৌধুরীর মতো দক্ষ, সৎ কর্মকর্তা ও মানুষেরই বড় প্রয়োজন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এআরডি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা