মিরসরাইয়ে বিএনপি নেতা হত্যায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই (চট্টগ্রাম)
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৮:৪৮
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির নেতা কবির আহম্মদ সওদাগরকে (৭০) হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের একজনকে বারইয়ারহাট পৌর এলাকা থেকে এবং অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়। আটক আসামিরা হলেন মো. নাসির উদ্দিন (৩৮) মোস্তাফিজুর রহমান সোহেল (৩২)

এর আগে বৃহস্পতিবার রাতে কবির আহম্মদের ছেলে দিদারুল আলম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় মামলা করেন। তাদের মধ্যে মো. নাসির উদ্দিন ১ নম্বর মোস্তা্ফিজুর রহমান ৪ নম্বর আসামি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটে কবির আহম্মদের মালিকানাধীন দোকান ভাড়াকে কেন্দ্র করে ভাড়াটিয়া নাসির উদ্দিন কামাল উদ্দিনের সঙ্গে আগে থেকে দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় - জনের একটি সশস্ত্র দল কবির আহম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

ওই দিন রাতে কবির আহম্মদের ছেলে দিদারুল আলম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা