কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দুপুরে উপজেলার লালবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর হলেন সদর দক্ষিণ উপজেলার ধনপুর তারা পুস্কুরণী এলাকার মো. শহীদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এই বিষয়ে মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। আরো দুজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
(ঢাকা টাইমস/১১অক্টোবর/এসএ)

মন্তব্য করুন