আজ তাদের জীবনের বিশেষ দিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ১৩:২৯
অ- অ+

দেশীয় নাটক ও চলচ্চিত্র অঙ্গনের ছয় অভিনেত্রীর জীবনের বিশেষ দিন আজ। এ দিনে জন্মেছিলেন তারা। ছয় অভিনেত্রী হলেন- শান্তা ইসলাম, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, সাবরিনা সুলতানা কেয়া, মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম। প্রত্যেকেই প্রতিভাগুণে সংস্কৃতির আঙ্গিনায় সুপ্রতিষ্ঠিত।

চলুন তবে জেনে আসি ছয় অভিনেত্রীর বিশেষ দিন সম্পর্কে-

শান্তা ইসলাম

আজকের দিনে সিলেটের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামে জন্মগ্রহণ করেন শান্তা ইসলাম। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন সময়ে থিয়েটার ও টেলিভিশন মিডিয়ার অভিনয় শুরু করেন তিনি। একসময়ের সুপরিচিত এ অভিনেত্রী জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎই অভিনয় থেকে দূরে চলে যান।

তবে মাঝেমধ্যে উপস্থাপিকা হিসাবে দেখা মেলে শান্তা ইসলামের। জন্মদিন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমার কোনো বিশেষ আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই আমার এবং সন্তান সৌমিকের জন্য। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’

মেহের আফরোজ শাওন

অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি শাওন একজন গায়িকা এবং নির্মাতাও। ১৯৮১ সালের ১২ অক্টোবর জামালপুর জেলার নরুন্দিতে জন্মগ্রহণ করেন তিনি। শাওন প্রয়াত কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী।

জন্মদিন সবসময় সাদামাটা কাটাতেই পছন্দ করেন শাওন। বিশেষ এ দিন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে জীবনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। জন্মদিন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস কাজ করে না। তবে জন্মদিনে আমার সন্তানদের মধ্যে যে উচ্ছ্বাস দেখি তা আমাকে ভীষণ আনন্দ দেয়, আবেগাপ্লুত করে। এমনকি আমার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, ভক্তরাও জন্মদিনে আসেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালোলাগে।’

সোহানা সাবা

১৯৮৬ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন অভিনেত্রী এবং মডেল সোহানা সাবা। একাধারে তিনি ছোট এবং বড়পর্দায় কাজ করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তবে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে তার নেতিবাচক ভূমিকার কারণে বিতর্কে জড়ান।

সাবরিনা সুলতানা কেয়া

এই দিনে ঢাকাতেই জন্ম চিত্রনায়িকা কেয়ার। ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন। তবে বর্তমানে অনেকটাই অনিয়মিত তিনি। জন্মদিন প্রসঙ্গে কেয়া জানান, ‘বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সদস্যদের সঙ্গেই দিনটি কাটবে। সবার কাছে দোয়া চাই।’

মৌসুমী হামিদ

আজকের দিনে সাতক্ষীরার কালিগঞ্জে জন্মগ্রহণ করেন মৌসুমী হামিদ। ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন তিনি। নাটক এবং চলচ্চিত্র দুই মাধ্যমেই কাজ করেছেন। ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে তেমন উচ্ছ্বসিত না এই অভিনেত্রী।

মৌসুমী বলেন, ‘আসলে ছোটবেলা থেকেই পরিবার থেকে আমার জন্মদিন নিয়ে তেমন উচ্ছ্বাস ছিল না। ঢাকায় এসেও তেমন কোনো আয়োজন করা হয়নি দিনটিতে। তবে আমি বিশ্বাস করি প্রতিটি মিনিটই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মুহূর্তই উপভোগ করা উচিত।’

নাদিয়া আফরিন মিম

১৯৯৫ সালের এই দিনে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন নাদিয়া আফরিন মিম। ২০১৪ সালে অনুষ্ঠিত ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে।

জন্মদিন উপলক্ষে মিম বলেন, ‘এবারের জন্মদিনে তেমন কোনো বিশেষ আয়োজন নেই। পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটবে। বিকালের দিকে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা এবং আড্ডা হতে পারে। বিশেষ এ দিনটি উপলক্ষে সবার কাছে দোয়া চাই।’

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা