লজ্জার হারে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচটা জয়ে রাঙানো হলো না বাংলাদেশের। জয় তো দূরের কথা বরং নিজেদের ইতিহাসে রানের বিবেচনায় সবচেয়ে বড় হার দেখল টাইগাররা। বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচ হারল ১৩৩ রানের বড় ব্যবধানে। এই জয়ে টেস্টের পর টি-টোয়েন্টিতেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
শনিবার হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে রেকর্ড ২৯৭ রান তুলে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৬৩ রানে ভর করে ১৬৪ রানে থামে বাংলাদেশ। আর ভারত তুলে নেয় ১৩৩ রানের বিশাল জয়
লিটনের বিদায়ের পর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে নামেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৮ রানেই সাজঘরে ফিরে যান তিনি।
মাহমুদউল্লাহর বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। মেহেদী ৯ বলে ৩ ও রিশাদ ৪ বলে শূন্য রান করে সাজঘরে ফিরে যান। তাদের দ্রুত বিদায়ে ১৩৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ব্যাটারদের আসা যাওয়ার মাঝে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ৩৫ বলে অর্ধশতক তুলে নেন হৃদয়। তার অপরাজিত ৬৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানে থামে বাংলাদেশ। আর ভারত তুলে নেয় ১৩৩ রানের জয়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সঞ্জু স্যামসনের দ্রুততম সেঞ্চুরি আর অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিফটিতে ভারত টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড সর্বোচ্চ ২৯৭ রান সংগ্রহ করে। তাদের করা ২৯৭ রান যেকোনো টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান। এতদিন ২৭৮ রান নিয়ে সেই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে।
(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এনবিডব্লিউ/এমআর)

মন্তব্য করুন