লজ্জার হারে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৪, ২৩:৩৭
অ- অ+

মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচটা জয়ে রাঙানো হলো না বাংলাদেশের। জয় তো দূরের কথা বরং নিজেদের ইতিহাসে রানের বিবেচনায় সবচেয়ে বড় হার দেখল টাইগাররা। বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচ হারল ১৩৩ রানের বড় ব্যবধানে। এই জয়ে টেস্টের পর টি-টোয়েন্টিতেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

শনিবার হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে রেকর্ড ২৯৭ রান তুলে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৬৩ রানে ভর করে ১৬৪ রানে থামে বাংলাদেশ। আর ভারত তুলে নেয় ১৩৩ রানের বিশাল জয়

বড় লক্ষ তাড়া করার ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংসের প্রথম বলেই ভেঙে যায় এই জুটি। মায়াঙ্ক যাদবের বলে স্লিপে রিয়ান পরাগের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে…

লিটনের বিদায়ের পর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে নামেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৮ রানেই সাজঘরে ফিরে যান তিনি।

মাহমুদউল্লাহর বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। মেহেদী ৯ বলে ৩ ও রিশাদ ৪ বলে শূন্য রান করে সাজঘরে ফিরে যান। তাদের দ্রুত বিদায়ে ১৩৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ব্যাটারদের আসা যাওয়ার মাঝে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ৩৫ বলে অর্ধশতক তুলে নেন হৃদয়। তার অপরাজিত ৬৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানে থামে বাংলাদেশ। আর ভারত তুলে নেয় ১৩৩ রানের জয়।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সঞ্জু স্যামসনের দ্রুততম সেঞ্চুরি আর অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিফটিতে ভারত টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড সর্বোচ্চ ২৯৭ রান সংগ্রহ করে। তাদের করা ২৯৭ রান যেকোনো টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান। এতদিন ২৭৮ রান নিয়ে সেই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/এনবিডব্লিউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা