বিদেশি লঞ্চার দিয়ে যে দুই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

চলতি বছরের শেষ নাগাদ বিদেশি লঞ্চারের মাধ্যমে আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। দেশটির মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি বলেছেন, "তোলু-৩" এবং "জাফর-২" নামের স্যাটেলাইট দুটি উৎক্ষেপণ করা হবে৷
এর আগে সেপ্টেম্বরে ইরানের মহাকাশ সংস্থার প্রধান ঘোষণা দিয়েছিলেন, চলতি ইরানি বছর ১৪০৩ সালের শেষ নাগাদ কমপক্ষে ৫টি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে।
সোমবার মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সালারি বলেছেন, বছরের শেষ নাগাদ ৫-৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।
তিনি আরও জানান, ইরানি মহাকাশ সংস্থা ১৪০৩ সালে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এরোস্পেস ফোর্সের সহযোগিতায় সাব-অরবিটাল উৎক্ষেপণের পরিকল্পনা করছে।
সালারি বলেন, এই বছর বিদেশি লঞ্চারের মাধ্যমে 'তোলু- ৩' ও 'জাফর-২' নামের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। দেশীয়ভাবে তৈরি কাউসার স্যাটেলাইটটিও এই বছর উৎক্ষেপণ করা হবে বলে জানান তিনি। সূত্র- মেহর নিউজঢাকাটাইমস/১৩অক্টোবর/ইএস

মন্তব্য করুন