বিএনপি এদেশের জাতীয় স্বার্থের পক্ষে: নিতাই রায় চৌধুরী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, ১১:৪৩| আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:৫৯
অ- অ+

বিএনপির সহসভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর অভিযোগ, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। শেখ হাসিনা দেশকে লুণ্ঠন করে পালিয়েছে। তার মন্ত্রী-এমপি, এমনকি উপজেলা চেয়ারম্যানরাও পালিয়েছে।’

তিনি বলেন, ‘লুটপাট করে পালানো তাদের (আওয়ামী লীগ) পুরনো অভ্যাস। এরা আর ফিরে আসবে না। মানুষকে তারা এমন নির্যাতন করেছে যে, তারা আর ফিরে আসতে পারবে না।’

বিএনপি নেতা দাবি করেন, ‘বিএনপি এ দেশের জাতীয় স্বার্থের পক্ষে। আমরা এ দেশের মানুষের পক্ষে ছিলাম, আছি, আমৃত্যু মানুষের সাথেই থাকবো।’

মঙ্গলবার বিকালে ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিল চাপাদাহে গ্রামবাংলার চিরায়ত লোকউৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী।

তিনি আরও বলেন, ‘অল্পদিনের ভেতর কিছু প্রয়োজনীয় সংস্কার শেষে সাধারণ নির্বাচন হবে। এ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি মানুষের ম্যান্ডেট নিয়ে বিপুল বিজয় অর্জন করবে, আমি পরিষ্কার বলে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির। নৌকা বাইচের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন টিআইয়ের সঞ্চালনায় ও আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম সিরাজ, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে বিল চাপাদাহর দুই পাড়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে। এতে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। কেউবা সড়কের ওপর কেউবা ছোট ছোট ডিঙি নৌকা, ট্রলারে চড়ে নৌকা বাইচ উপভোগ করেন।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা