রাজশাহী থেকে নিখোঁজ নারী-শিশুদের ঢাকায় উদ্ধার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে নিখোঁজ দুই শিশুসহ দুই নারীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে রাজপাড়া থানার পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত দুই নারী মহানগরীর রাজপাড়া এলাকার বাসিন্দা।
ওসি জানান, গত ২২ সেপ্টেম্বর রাজপাড়া থানার বসুয়াগ্রাম থেকে দুই শিশুসন্তানসহ দুই নারী নিখোঁজ হন। এ বিষয়ে রাজপাড়া থানায় জিডি করেন তাদের পরিবারের সদস্যরা।
জিডি দায়েরের পর বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমার সার্বিক দিকনির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম দুই নারী ও দুই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে দুই শিশুসহ তাদের উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/মোআ)

মন্তব্য করুন