যে শর্তে নভেম্বরে জাতীয় দলে ফিরতে পারবেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৪, ১১:২৩
অ- অ+

ইনজুরি আর নেইমার যেনো একে অপরের পরিপূরক। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি পুরো একটি বছর কেড়ে নিয়েছে তার কাছ থেকে। তবে তার ক্লাব আল হিলালের বিশ্বাস, চলতি মাসেই মাঠে ফিরবেন তিনি।

তবে সেক্ষেত্রে ক্লাবটিকে অপেক্ষা করতে হবে ব্রাজিল দলের চিকিৎসকের অনুমতির জন্য। তার পাশাপাশি আগামী মাসে জাতীয় দলে নেইমার ফিরতে পারবেন কিনা তাও নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর নেইমার এসিএল চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি তার। তবে নেইমার আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। আল-হিলাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য সময় ২১ অক্টোবর। গত মাস থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন ব্রাজিলের এই তারকা।

গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেই সময় ইনজুরির কারণে মাঠে নামতে দেরি হয় তার। তবে আল হিলালের হয়ে অভিষেকের পর মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সি এই তারকা।

গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার পর এখনও মাঠে ফেরা হয়নি তার। কিন্তু ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অনুমতি দিলে আগামী ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে। তার পাশাপাশি লাসমারের অনুমতি নির্ভর করছে নেইমারের জাতীয় দলে ফেরা নিয়েও।

এদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাদ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফিটনেস ও চোটের সর্বশেষ অবস্থা জানতে সৌদিতে উড়াল দেবেন জাতীয় দলের চিকিৎসক লাসমার। তার অনুমতি পেলে আল-হিলালের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভূক্ত হবেন নেইমার। পরবর্তীতে তাদের ম্যাচ রয়েছে ৪ নভেম্বর। যদিও ১ নভেম্বরই পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণার কথা ব্রাজিলের। এক্ষেত্রে প্রধান তারকার জন্য কোচ দরিভাল অপেক্ষা করবেন কি না সেটাই এখন দেখার বিষয়।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা