জয়পুরহাটে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ 

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৪, ১৩:১৪| আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৩:৩৭
অ- অ+

জয়পুরহাটে একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রুমা আক্তার টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক আসাফউদ্দৌলা ও চিকিৎসক তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশনের পর ওই গৃহবধূর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, রুমা আক্তার নামে এক গৃহবধূ টনসিল অপারেশনের পর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা