হত্যা মামলায় শাহরিয়ার কবিরের ৫ দিনের রিমান্ড আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যুবক রফিকুল ইসলাম গুলিতে নিহতের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর মাহাবুল ইসলাম এ রিমান্ড আবেদন করেছেন।
রবিবারর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আসামির উপস্থিতিতে এই রিমান্ড আবেদনের উপর শুনানি হবে। সে জন্য আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর দিনগত রাত ১২টার দিকে রাজধানীর মহাখালীর বামা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন রমনা মডেল থানার ছাত্র আন্দোলনে গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ সেপ্টেম্বর রিমান্ড শেষ তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তাকে চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড চাওয়া মামলায় গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
(ঢাকাটাইমস/২০অক্টোবর/আরজেড/এজে)

মন্তব্য করুন